সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রতিবন্ধীকে ধর্ষণমামলার পলাতক আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রতিবন্ধীকে ধর্ষণমামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে হাবিব হাওলাদার (৫০) নামের একজনকে আটক করেছে র্যাব। গত রোববার রাতে খুলনা জেলার খালিসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি জানিয়েছেন র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গ্রেপ্তার হাবিব হাওলাদার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল এলাকার এসকেন হাওলাদারের ছেলে।

মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার ওই যুবতী  তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তখন তার মা ওষুধ আনতে শেওতা বাজারে গেলে খালি ঘরে একা পেয়ে আসামি হাবিব হাওলাদার বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে তার বড় ভাই নয়ন চন্দ্র সাহা ছুটে আসলে আসামি হাবিব হাওলাদারের পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। 

এ ঘটনায় ওই যুবতীর ভাই পরেদিন বাদী হয়ে নলছিটি থানায় নারী ও  শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেন। পরে র্যাব-৮ ও র্যাব-৬,  যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

টিএইচ