শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না’

গাইবান্ধা প্রতিনিধি

‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না। তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না।

ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ হরিণসিংহা আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ২৫০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক একথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সদস্য শহিদুল ইসলাম শাস্ত, আরিফা বেগম, সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, জেলা আ.লীগের সদস্য আশরাফ জাহান সিদ্দিকীসহ জেলা পরিষদের কর্মকর্তারা।

জেলা পরিষদের পক্ষ থেকে রোববার (৭ এপ্রিল) এক হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মুড়ি, গুড়া দুধ, চিনি, সেমাই। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হবে।

টিএইচ