শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

প্রধানমন্ত্রীর লক্ষ এখন দেশ হবে স্মার্ট: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো  

প্রধানমন্ত্রীর লক্ষ এখন দেশ হবে স্মার্ট: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন ঠিকই পূরনে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমি সব সময় ভেবেছি মানুষের সেবামূলক কাজে জড়িয়ে থাকব তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আমাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দায়িত্ব অপর্ণ করায় আমি সততার সঙ্গে চেস্টা করেছি সারা দেশের নদী ভাঙন মানুষের কাছে বার বার ছুটে গিয়েছি। 

আমি দক্ষিণাঞ্চলের মানুষ হিসাবে জানি আগুনে পুড়ে যাওয়ার পরও ভিটেমাঠি পড়ে থাকে কিন্তু নদীতে ভেঙে গেলে আর কিছুই থাকে না। তিনি আরো বলেন আমরা এখন একটি উন্নয়নশীল দেশে অবস্থান করে নিয়েছি। প্রধানমন্ত্রীর লক্ষ এখন দেশ হবে স্মার্ট বাংলাদেশ। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বরিশাল সরকারি জিলা স্কুলের পক্ষ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জিলাস্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। 

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল সদর থানা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মজুমদার ও জেলা শিক্ষা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন। পরে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জিলাস্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান।

টিএইচ