দৃশ্যমান হচ্ছে আলমডাঙ্গা থানা পুলিশের কর্মতৎপরতা। নবাগত ওসি যোগদানের পরই আলমডাঙ্গা থানা এলাকায় মাদকের অভিযান শুরু হয়েছে। গত রোববার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ ও ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে আলমডাঙ্গা থানা পুলিশের কোন কর্মতৎপরতা ছিল না। থানায় নতুন ওসি যোগদানের পর থেকে পুলিশের কর্মতৎপরতা পূর্বের ন্যায় বৃদ্ধি পেতে শুরু করেছে। গত রোববার সন্ধ্যার পর পৃথক অভিযান চালিয়ে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
আলমডাঙ্গা থানার এসআই কাজী শামসুল আলম ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রিয়কালে ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১৮ হাজার উদ্ধার করা হয়।
অন্যদিকে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আইলহাঁস ইউনিয়নের বলেশ্বর গ্রামের হায়াত আলীকে (৫৩) গাঁজা বিক্রয়কালে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মামলা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, মাদকের সঙ্গে কোন আপোষ নেই। মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত থাক না কেন তাকে আইনে আওতায় নিয়ে আনা হবে। আলমডাঙ্গা থানা এলাকায় কোন মাদক কেনাবেচা চলবে না। মাদক নির্মূল হয়ে আলমডাঙ্গা থানা এলাকা থেকে অপরাধ কমে যাবে।
টিএইচ