প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রাপ্তির ভরসাস্থল। তাই এখানে সহজে-স্বাচ্ছন্দ্যে মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তাই উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সম্পন্ন করে তোলার পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়ন করা হয়েছে।
প্রতিমন্ত্রী শনিবার সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ম্যানেজম্যান্ট কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
টিএইচ