বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক

প্রেমের টানে সুদূর ইউরোপের ইউক্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসেছে এক যুবক। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় বৃষ্টি আক্তারের। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। টানা দুই বছর অটুট থাকে তাদের এই প্রেম। 

এতে বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ কিংবা ধর্ম। প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ নাম বদলে রেখেছেন মোহাম্মদ। বিয়ে করেছেন বাংলাদেশের বৃষ্টিকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা ও কথা হয় বৃষ্টি ও প্রকিপের সঙ্গে। বিয়ে করতে পেরে তারা খুশি বলে জানিয়েছেন এবং সবার দোয়া চেয়েছেন।।

কালাছড়া গ্রামের মৃত কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। তিনি এসএসসি পাস করেছেন। টুকটাক ইংরেজি জানেন। দু’বছর আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে শুরু হয় বন্ধুত্ব। আর বন্ধত্বের সম্পর্ক পরিণত হয় প্রেমের সম্পর্কে। গত ১৯ ডিসেম্বর পোল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে বাংলাদেশে আসেন ট্রাম্প। প্রকিবকে রিসিভ করতে বিমানবন্দরে ছুটে যান বৃষ্টি। পরে সেদিনই বিয়ে করেন তারা।

বৃষ্টি জানান, প্রকিপকে পেয়ে তিনি খুব খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন তাকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন। তার সঙ্গে চলে যেতে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

প্রকিপ জানান, তার বিয়ে করা দরকার এবং তিনি মুসলিম হবেন-এ দুটি বিষয় তাকে আকৃষ্ট করেছে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে তিনি খুব খুশি। বাংলাদেশর প্রকৃতি ও মানুষ তার ভালো লেগেছে।

ইউপি মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এলাকায় এই প্রথম এমন বিরল প্রেমের ঘটনা ঘটেছে। তাই এ দম্পতিকে দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।

টিএইচ