সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
বরিশালে বিএনপির জনসভা 

‘প্রয়োজনে গণগ্রেপ্তার তারপরও রাজপথ ছাড়বো না’

বরিশাল ব্যুরো 

‘প্রয়োজনে গণগ্রেপ্তার তারপরও রাজপথ ছাড়বো না’

ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আ.লীগের হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে জনসভা করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করে মহানগর ও উত্তর জেলা বিএনপি।

বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা। জনসভায় বিশৃংখলা এড়াতে সদর রোড ও এর আশপাশের এলাকায় মোতায়ন করা হয় অতিরিক্ত পুলিশ। 

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগরের যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খানসহ আরো অনেকে। 

এসময় নেতাকর্মীরা বলেন, প্রয়োজনে গণগ্রেপ্তার হবো, তারপরও রাজপথ ছাড়বো না। এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করতে বিএনপি নেতা কর্মীদের ওপর নির্যাতন, হামলা করছে। ঢাকায় বিএনপির শান্তি সমাবেশে সরকারের পুলিশ বাহীনি ও আ.সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা উল্লেখ করে নেতাকর্মীরা। 

টিএইচ