সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পড়লে জ্ঞান বাড়ে ট্রেনিং করলে দক্ষতা: যবিপ্রবি উপাচার্য

যশোর প্রতিনিধি

পড়লে জ্ঞান বাড়ে ট্রেনিং করলে দক্ষতা: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, পড়লে জ্ঞান বাড়ে, ট্রেনিং করলে দক্ষতা বাড়ে। তোমরা যত বেশি ট্রেনিং নিতে পারবে, তত বেশি দক্ষতা অর্জন করতে পারবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে গত সোমবার আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং (বিডিসেট) সেন্টার প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমানে যেসব পেশা আছে, অদূর ভবিষ্যতে এর অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাবে। নতুন করে অনেক পেশা তৈরি হবে। মেশিন লার্নিং, রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়ে বিশ্বে প্রায় নয় কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে। 

বিডিসেটের প্রকল্প পরিচালক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. প্রকৌশলী ইমরান খান প্রমুখ। 

এ সময় সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিশংকর হালদারসহ প্রশিক্ষণার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বিডিসেটের প্রশিক্ষণ সমন্বয়ক ইমরান হোসেন। ১৬টি ব্যাচে ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণ কর্মশালায় মেশিন লার্নিং, এআই, ডেটা সায়েন্স, এমআর, ভিআর, এআর, পাইথনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।  

টিএইচ