বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের (৪০) নামে এক ফল ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ঢালীপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। 

নিহতের সূত্রে জানাগেছে, লামিয়া ও জামাল মিয়া একই এলাকায় বসবাস করে আসছেন। রাত সাড়ে নয়টার দিকে উভয়ের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। 

বিষয়টি যাতে না বাড়ে সেজন্য আবু তাহের তাদের দুজনকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরের উপর লাঠি সোটা দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আশেপাশের লোকজন আবু তাহেরকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এবিষয়ে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন জানায়, লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ