বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জে গাড়ির গ্যারেজ থেকে মিস্ত্রির মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে গাড়ির গ্যারেজ থেকে মিস্ত্রির মরদেহ উদ্ধার

ঢাকার গাড়ির গ্যারেজে কর্মরত মানিক মিজি (৩০) নামে এক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের একটি পাঞ্জেগানা মসজিদের ভিতর থেকে মরদেহ উদ্ধার করে। সে এক কন্যা সন্তানের জনক। 

জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মানিক মিজি ঢাকার একটি গাড়ির গ্যারেজের মিস্ত্রি হিসেবে কাজ করতো। চলতি বছরের ৪ এপ্রিল তার স্ত্রী রিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

মানিক মিজির বর্তমান স্ত্রী হালিমা বেগম জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। দুদিন আগে সেসহ ঢাকার বোনের বাসায় যায়। গত শনিবার ঢাকার সাভারে যাবে বলে বাসা থেকে বের হয়। সকালে শশুর বাড়ি থেকে জানানো হয় বাড়ির পাঞ্জেগানা মসজিদে তার মরদেহ পাওয়া গেছে। 

মানিক মিজির বাবা আনোয়ার হোসেন বলেন, মসজিদের মধ্যে গলায় ফাঁস দিয়েছে বললেও আমার বিশ্বাস হয় না। সে কখন বাড়ি এসেছে কেউ জানে না। এমনকি বাড়িতে থাকা আমার স্ত্রীও জানে না।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই মো. শামসুজ্জামান জানান, আদশা গ্রামের মিজি বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়। 

টিএইচ