বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জে চুরি মামলার আসামি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে চুরি মামলার আসামি আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের বসতঘরে চুরির ঘটনায় এক সন্দিগ্ধ আসামিকে আটক করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাতে থানার ওসি মো. সাইদুল ইসলামের নির্দেশে এসআই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বালিথুবা পশ্চিম ইউনিয়নে সকদি রামপুর এলাকার মাস্টার বাড়িতে অভিযান চালিয়ে আসামি মো. মাইন উদ্দিন বেপারীকে (৩১) আটক করে।

আটক আসামি একই ইউনিয়নের খাড়খাদিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। সে গত ২ মাস পূর্বে আদালত থেকে জামিনে বের হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, আমরা প্রযুক্তি ব্যবহার করে চুরি মামলার আসামি মাইন উদ্দিন বেপারীকে আটক করেছি এবং তাকে আদালতে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতের আটকের চেষ্টা চলছে।

টিএইচ