রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

ফরিদগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ফরিদগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মহসিন মিজির (২৮) মৃত্যু হয়েছে। গত রোববার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা সাদেক আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মহসিন মিজি বাড়ির মৃত বশির উদ্দিনের ছোট ছেলে। 

মহসিনের স্ত্রী শারমিন বেগম জানান, আমার স্বামী বাজার থেকে বাড়িতে এসে রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এসময় আমার চিৎকারে হোসেন ভাই এসে ঘরের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল ও এসআই মাহাবুব ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।

এ বিষয়ে ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাফনের অনুমতি দিয়েছি।

টিএইচ