বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফরিদগঞ্জে মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাহাতুল ইসলাম (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। 

রোববার (১২ মে) রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে এ আত্মাহত্যার ঘটনা ঘটে। মৃত রাহাতুল ইসলাম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আত্মহত্যার সংবাদ পেয়ে সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন বলেন, রাহাতুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের পরিপূর্ণ হাফেজ হওয়ার পর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করে। সে হঠাৎ করে বখাটেদের সঙ্গে মেলামেশা শুরু করে। এক পর্যায়ে সে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। 

তার পরিবারের লোকজন রাহাতুলকে অনেক বাঁধা নিষেধ করেও মাদকের কাছ থেকে তাকে ফেরাতে পারেন নি। গত কয়েকদিন যাবত সে বায়না ধরেছে, তাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য। তার দরিদ্র বাবার পক্ষে মোটরসাইকেল কিনে দেয়া সম্ভব না, জানিয়ে দেয়ার পর সে বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাহাতুলের মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

টিএইচ