রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে শিক্ষা অফিসের উচ্চ সহকারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে শিক্ষা অফিসের উচ্চ সহকারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চ সহকারী মো. জাহিদুল ইসলাম বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার সন্ধায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত রোববার তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হন।

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ফরিদপুর থেকে বোয়ালমারী আসার পথে বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মো. জাহিদুল ইসলাম বোয়ালমারী প্রাথমিক শিক্ষা অফিসে উচ্চ সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে ফরিদপুরে বসবাস করতেন। 

প্রতিদিনের মতো গত রোববার ফরিদপুর থেকে বাসে বোয়ালমারী আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান। তাকে উপজেলার সহস্রাইল বাজারে বাস থেকে বাসের যাত্রীরা নামানোর পর প্রাইমারির এক শিক্ষক দেখে শিক্ষা অফিসে ফোন করে। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বোয়ালমারী ইউএনও মো. মোশারেফ হোসাইন বলেন, আমার পক্ষ থেকে শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়াসহ শিক্ষা অফিসের সকল কর্মকর্তা তাকে দেখতে যান এবং তার দেখভাল করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

টিএইচ