ফরিদপুরে কলেজছাত্র কাজী মুনসেরাতুল রহমান আলিফ হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
নিহত কাজী মুনসেরাতুল রহমান আলিফ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার কাজী জিল্লুর রহমানের ছেলে ও ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ফরিদপুর শহরের কুঠিবাড়ী কমলাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে সিফাত হোসেন আবির। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর কলেজছাত্র কাজী মুনসেরাতুল রহমান আলিফকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কুপিয়ে ও মারপিট করে হত্যা করা হয়।
পরে এ ঘটনায় আলিফের বাবা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এ রায়ে আমরা সন্তুষ্ট।
টিএইচ