শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে চার বিকাশ প্রতারক আটক

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে চার বিকাশ প্রতারক আটক

ফরিদপুরে বিভিন্ন সময়ে বিকাশ প্রতারণা করে সাধারণ গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়া চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (১৬ এপ্রিল) ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হোসাইন এতথ্য জানান। এর আগে গত শনিবার গভীর রাতে জেলার সদরপুর উপজেলার আফসার মুন্সীর কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
আটকরা হলেন, জালাল ব্যাপারীর ছেলে মো. কামাল ব্যাপারী, মজিবুর মাতুবরের ছেলে জাকির মাতুব্বর ও সাকিল মাতুব্বর আলেপ সরদারের ছেলে মাসুদ সরদার। এদের সকলের বাড়ি সদরপুর উপজলার আফসার মুন্সীর ডাঙ্গী গ্রামে।

মোহাম্মদ ইমদাদ হোসেন জানান, সারাদেশে বিকাশের সাধারণ গ্রাহকদের সাথে প্রতারণা করে তাদের অর্থ হাতিয়ে নেয় একটি চক্র। এদের বড় একটি গোষ্ঠী ফরিদপুর এলাকার বাসিন্দা। প্রতিমাসেই পুলিশ ও র্যাবের অভিযানে এই চক্রের সদস্যরা গ্রেপ্তার হলেও থেমে নেই এদের প্রতারণা।
 
প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারীর অংশ হিসেবে, গোয়েন্দা পুলিশ খবর পায় সদরপুর উপজেলার আফসার মুন্সীর ডাঙ্গী গ্রামের একটি বাগানের মধ্যে প্রতারক চক্ররা অবস্থান নিয়ে অনলাইন প্রতারণার ফন্দি আটছে। এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ১৪টি বিভিন্ন মোবাইল কোম্পানির সিম জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সাধারণ গ্রাহকদের বিকাশ থেকে অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বিকার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আটকদের বিরুদ্ধে সদরপুর থানায় বাদী হয়ে মামলা করছে গোয়েন্দা পুলিশ।

টিএইচ