সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৪ বছর। তবে প্রাথমিকভাবে তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। গত রোববার রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীর নামে এক ব্যক্তির ছেলে রিতাজ মীরকে (৮) অজ্ঞাত এক যুবক নিয়ে যেতে চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারাত্মক জখম করে। 

পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেধরা সন্দেহ তাকে গণধোলাইয়ের পর তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ