ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের নিজস্ব চত্বরে এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক নাসিমা বেগমের সভাপতিত্বে, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন মো. সোরহাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশ গঠনের জন্য, খেলাধুলার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তথ্যপ্রযুক্তি মূল্যবোধ খেলাধুলা নিয়ে বেড়ে উঠতে হবে। জীবনের মূল্যবোধ না থাকলে সে শিক্ষার কোন কাজে আসবে না।
আগামীর পথচলা আরও সুন্দর হবে। আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব, যে শিক্ষা দেশের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে,জাতির কাজে আসবে। বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরাসহ শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের পর্বে মুহূর্তে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৮ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এরপর ছিল আকর্ষণীয় প্রাক্তন ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য একটি করে খেলা। ইভেন্ট ৮০ মিটার দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, কৌশলী এবং শক্তিশালী মোরগ লড়াই, কিপিং, দীর্ঘ লাফ, বস্তা দৌড়, ভারসাম্য দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, সারা দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন দায়িত্ব পালন করেন স্কুলটির শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।
প্রফুল্যতায় ভরা ছিল স্কুলের মাঠ পর্যায়ক্রমে প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
টিএইচ