শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

ফরিদপুরে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ওই দুই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন। 

এর আগে গত রোববার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। 

বহিষ্কার দুই নেতা হলেন- ফরিদপুরের মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মুনসুর নান্নু ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম। একই সাথে মধুখালী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। 

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

টিএইচ