রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ট্রাকচালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ট্রাকচালকের মৃত্যু

ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেজাউল পাল নামে এক ড্রাম ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কানাইপুরে একটি নির্মাণাধীন ফিলিং স্টেশনের মাটি ভরাট করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মারা যান। 

রেজাউল ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের মো. শুকুর পালের বড় ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্য মো. শাহীন আলী জানান, খবর পেয়ে রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাম ট্রাকটি আগুনে পুড়ছে। 

উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সঙ্গে ট্রাকের স্পর্শে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। আমরা আগুন নিভিয়ে চালক রেজাউলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর আ. সাত্তার মিয়ার জিম্মায় দিয়ে আসি। 

এ সময় ট্রাকে থাকা আরেকজন গুরতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ বা তথ্য আসেনি। অভিযোগ বা তথ্য আসলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ