শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসদরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়ন গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পৌরসভার ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের বাড়িতে নারিকেল গাছে উঠে গাছ পরিষ্কার করতে যান। এ সময় নারিকেল গাছের একটি ডাগো বিদ্যুতের তারের ওপর পড়ে। নারিকেল গাছের ওই ডাকোটি সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তিনি মারা যান।

এ ব্যাপারে নারিকেল গাছটির মালিক হাসিবুর রহমান বলেন, এটা একটা দুর্ঘটনা। নারিকেল গাছ ঝোড়ার জন্য তাকে দিনমজুর হিসেবে নেয়া হয়। নারিকেল গাছ পরিষ্কার করার সময় নারিকেল গাছের ডাগো বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়ে। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম মাহমুদ রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আওলাত বলেন, নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

টিএইচ