বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ফরিদপুরের ভাঙ্গায় বাথরুম দেয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার ফকির (৩৫)। তিনি ওই গ্রামের নুরা ফকিরের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বড়ভাই আনোয়ার ফকির তার সন্তান সম্ভবা স্ত্রীর জন্য বাড়ির পাশে একটি কাঁচা পায়খানা নির্মাণ করতে যায় এতে তার ছোট ভাই আমির ফকির তাকে বাধা প্রদান করেন। 

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এসময় ছোটভাই আমির ফকির ক্ষিপ্ত হয়ে বড়ভাইকে মারতে আসে। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আনোয়ার ফকিরের রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা লাগে। 

এতে তিনি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এখনও কোন মামলা হয়নি। ঘটনার পরই ছোট ভাই আমির ফকির এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ