বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পাউবো সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পাউবো সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার।

রোববার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলার জয়শ্রী ইউনিয়ন ও সুখাইড় রাজাপুর দক্ষিণ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধানকুনিয়া, ঘুরমা, জয়ধুনা হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিআইসির সভাপতি ও  সদস্য সচিবরা।

এসময়  পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন,  ধর্মপাশায় বাঁধের কাজ সুন্দর হয়েছে, তবে সোনালী ফসল ঘরে না উঠা পর্যন্ত পিআইসিদের বাঁধের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পোরু কাজ পিআইসিদের নীতিমালা মোতাবেক সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন। 

তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা, প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, পিআইসির লোকজন অক্লান্ত পরিশ্রমের ফলে বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে, ঘাস লাগানো যেগুলো বাকি আছে তাড়াতাড়ি লাগানোর নির্দেশ দেন।

টিএইচ