বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফুলপুরে নাশকতার ২ মামলায় ১২ শতাধিক আসামি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে নাশকতার ২ মামলায় ১২ শতাধিক আসামি

ময়মনসিংহের ফুলপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ ও সংঘাতের ঘটনায় ফুলপুর থানায় নাশকতার ২টি মামলা করেছেন পুলিশ। 

একটি মামলায় বিএনপির সাবেক এমপি ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল বাশার আকন্দ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রিপন ও জামায়াতের কয়েকজনসহ ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০-৭০০ জনকে আসামি করা হয়েছে। 

অপর মামলায় ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ্দিন সুজাসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। 

মামলা দুটিতে সর্বমোট ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ শতাধিক জনকে আসামি করা হয়েছে।

টিএইচ