সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফুলপুরে সিএনজি দুর্ঘটনায় ৫ জন আহত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে সিএনজি দুর্ঘটনায় ৫ জন আহত

ময়মনসিংহের ফুলপুরে সিএনজি দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কারাহা ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী সিএনজিকে পিছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হালুয়াঘাটের সাহাপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি সিএনজিটিকে ধাক্কা মেরে ফুলপুরের দিকে পালিয়ে যায়।

টিএইচ