বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে কোটি টাকার মাদক ধ্বংসের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে কোটি টাকার মাদক ধ্বংসের উদ্বোধন

ফুলবাড়ী ২৯ বিজিবি সদরদপ্তরে রোববার (১২ ফেব্রুয়ারি) কোটি টাকার মাদক ধ্বংসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ২৯ বিজিবির ধর্মীয় শিক্ষক মো. মহসিন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বক্তব্য শেষে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন উত্তর পশ্চিমের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদরদপ্তর রংপুরের  কর্ণেল মো. আনোয়ার লতিফ খান।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে, উত্তর পশ্চিমের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার রিজিয়ন সদরদপ্তর রংপুরের  কর্ণেল মো. আনোয়ার লতিফ খান। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির।

এরপর মাদকের কুফলের উপর বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুর মো. মনিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের (ডিডি) মো. শাহ নেওয়াজ। 

সকালে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মাদক ধ্বংস কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, স্থানীয় প্রতিনিধি, বিজিবি পদস্ত কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি।

টিএইচ