মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীতে এমপির বিশেষ বরাদ্দের টাকা বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ীতে এমপির বিশেষ বরাদ্দের টাকা বিতরণ

ফুলবাড়ীতে দিনাজপুর ৫ আসনের এমপি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজারের বিশেষ বরাদ্দ ফুলবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) দলীয় কার্যালয়ে এমপির বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এমপির পক্ষে চেক বিতরণ করেন ফুলবাড়ীতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, উপজেলা তাঁতীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনসহ অন্য নেতারা। বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ২৪ লাখ টাকার এই বরাদ্দ প্রদান করা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ