বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীতে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী আলোচনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী আলোচনা

মাদকমুক্ত সমাজ হোক আমার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা যুবদের ভূমিকা শীর্ষক  সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর পূর্বের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন, ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজিমুস সাকিব সজীব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, যুব সমাজের মিলন মিয়া, সীমা আক্তার ও ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনসহ আরো অনেকে।

টিএইচ