শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে শীর্ষে

ফেনী প্রতিনিধি

ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা বোর্ডে শীর্ষে

এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবারও কুমিল্লা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে।  প্রতিষ্ঠানটি থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাশ করছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) বলেন, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। 

তিনি আরও বলেন, ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই ফলাফলের জন্য আমি সব পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।

এছাড়া জেলার সরকারি-বেসরকারি অপর কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে দাগনভূঞা উপজেলার দরবেশেরহাট পাবলিক কলেজ। এ কলেজটি থেকে ১২২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৪ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করছে। 

কলেজটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাড. এম শাহজাহান সাজু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি জেলায় শীর্ষ স্থান অর্জন করে আসছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই এমন ভালো ফলাফল অর্জনে অন্যতম ভূমিকা রাখছে। 

সবচেয়ে খারাপ ফলাফল করেছে জেলার পরশুরাম উপজেলার খন্ডল স্কুল এন্ড কলেজ। এ কলেজটি থেকে ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করছে মাত্র ১০ জন। পাশের হার ৮ দশমিক ৮৫।

অপরদিকে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ থেকে এক হাজার ৪৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ৩১৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৭২ জন, পাসের হার ৯০ দশমিক ০৮ ভাগ।

এছাড়া ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ থেকে ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭২৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন, পাসের হার ৮৩ দশমিক ৮৩ ভাগ।

মহিপাল সরকারি কলেজ থেকে ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫১৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন, পাসের হার ৭৮ দশমিক ১৪ ভাগ।
দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫৪২ জন, জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন, পাসের হার ৬৮ দশমিক ২৬ ভাগ।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২২১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। পাসের হার ৮৪ ভাগ।

এছাড়াও জেলার দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সি সিনিয়র মাদ্রাসা থেকে ২ জন জিপিএ-৫, রাজাপুর আলিম মাদ্রাসা থেকে-২জন জিপিএ-৫, দরবেশেরহাট ফাজিল মাদ্রাসা থেকে ৮ জন জিপিএ -৫, ও উম্মুলমোমেনীন আয়েশা (রা.) মহিলা মাদ্রাসা থেকে ৬ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী পাশ করছে।

টিএইচ