সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনী জেলা প্রশাসকের বিদায়-বরণ

ফেনী প্রতিনিধি

ফেনী জেলা প্রশাসকের বিদায়-বরণ

ফেনীর নতুন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে বরণ করে নেয়া হযেছে। একইসঙ্গে বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ২ বছর ১ মাস ১ দিন দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে তাকেও বিদায় দেয়া হয়েছে। 

গত রোববার রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে ফেনী সার্কিট হাউজে এই বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। এসময় নবাগত মুছাম্মৎ শাহীনা আক্তারকে ক্রেস্ট দিয়ে বরণ করেন বিদায়ী আবু সেলিম। 

বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রাকিবুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজগর আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টিএইচ