বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনী হানাদার মুক্ত দিবস পালিত

ফেনী প্রতিনিধি

ফেনী হানাদার মুক্ত দিবস পালিত

১৯৭১ সালের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ফেনীর বীর মুক্তিযোদ্ধারা আজকের এই দিনে ফেনীকে হানাদার মুক্ত করেন। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফেনী মুক্ত দিবস পালিত হয়। দিবসের শুরুতে শহরে বিজয় র্যালি, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। 

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহাম্মদসহ অন্য বীর মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ফেনী মহকুমার পশুরাম বিলোনিয়া যুদ্ধসহ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ফেনীর বিভিন্ন যুদ্ধের স্মৃতি স্মরণ করেন। 

যুদ্ধকালীন এমপি খাজা আহমদ এবং তালেব আলী, বিএলএফ কমান্ডার ভিপি জয়নাল, জয়নাল হাজারী, বীর বিক্রম জাফর ইমামসহ বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা তুলে ধরেন। মহান স্বাধীনতা যুদ্ধে ফেনী জেলার ৩১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ প্রায় ৩২৭১ জন বীর মুক্তিযোদ্ধা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফেনীর বীর মুক্তিযোদ্ধাদের কে নিয়ে ফেনীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

টিএইচ