বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

ফেনীতে অস্ত্রসহ ছাত্রদল কর্মী গ্রেপ্তার

এস এম ইউসুফ আলী, ফেনী

ফেনীতে অস্ত্রসহ ছাত্রদল কর্মী গ্রেপ্তার

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইব্রাহীম খলিল সোহাগ(৩২) নামে সাবেক এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার সোনাগাজী  উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট গ্রামের নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

এ সময় তার শয়ন কক্ষ থেকে দেশি তৈরি ১টি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহীম খলিল সোহাগ স্থানীয় ইউনিয়ন  ছাত্রদলের সাবেক কর্মী ও চর গোপালগাঁও গ্রামের চেরু পন্ডিত বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন আলিফ আল গণি‍‍`র নেতৃত্বে থানা পুলিশসহ এ অভিযান পরিচালনা করেন।

পরে অস্ত্রসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়া তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অনেক অভিযোগ রয়েছে।

টিএইচ