ফেনীতে বিশেষ অভিযান ডেভিল হান্টে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ছাত্রলীগকর্মী মো. ইসমাঈল, দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সদর উপজেলা মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের ছাত্রলীগকর্মী সাজ্জাদ আহাম্মদ সায়েম, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ফাহিম, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের ছাত্রলীগকর্মী আজিজুর রহমান তসলিম, একই উপজেলার একই গ্রামের মো. মাইন উদ্দিন, দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের আ.লীগ নেতা মো. খাজা মাইনউদ্দিন চিশতী, জায়লস্কর ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. শাহজাহান ও দাগনভূঞা পৌরসভার ওয়ার্ড আ.লীগের সভাপতি আবু নাসের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে ফেনী থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন ৯ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
টিএইচ