রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ফেনীতে ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ফেনী প্রতিনিধি

ফেনীতে ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ইটভাটার ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারের নেতৃত্বে ফাজিলপুর ইউনিয়নের আমিন ব্রিকস ও খাইয়ারা ব্রিকস ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ইটভাটা আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে আমিন ব্রিকসকে সাত লাখ ৫০ হাজার টাকা এবং খাইয়ারা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা ও খাইয়ারা ব্রিকস ইটভাটা গুডিয়ে দেয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তের উপ-পরিচালক শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট ও সহকারী পরিচালক  মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী টিম, ফেনী জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম সহায়তা করেন।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ