বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে ইয়াবা কারবারির মুক্তি পেতে দেয়া হলো শর্ত

ফেনী প্রতিনিধি

ফেনীতে ইয়াবা কারবারির মুক্তি পেতে দেয়া হলো শর্ত

ফেনীতে ইয়াবাসহ আটক এক কারবারির বিরুদ্ধে করা মামলা থেকে গাছ লাগানো ও মাদকবিরোধী স্লোগান প্রচারের শর্তে মুক্তি দিয়েছেন আদালত। গত রোববার জেলার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের (তৃতীয়) বিচারক অপরাজিতা দাস এ রায় ঘোষণা করেন।

এসময় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মাদকসেবী ও বিক্রেতাদের শুধরাতে এই লঘু দণ্ড দিয়ে আসামি খুরশিদকে সামাজিক কাজে আত্মনিয়োগের শর্তে এ মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

খোরশেদ আলম (৪৮) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর ওয়ার্ডের জানু দরবেশ বাড়ির প্রয়াত আমির হোসেনের ছেলে।

আসামির আইনজীবী খন্দকার মোশারফ হোসেন জানান, ২০১৬ সালে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে ৫০ ইয়াবাসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে করা মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।

টিএইচ