সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে চৈত্রের বৃষ্টিতে ১০ কোটি টাকার তরমুজ ক্ষতিগ্রস্ত

ফেনী প্রতিনিধি

ফেনীতে চৈত্রের বৃষ্টিতে ১০ কোটি টাকার তরমুজ ক্ষতিগ্রস্ত

চলতি মৌসুমে ফেনীর সোনাগাজীর বিস্তীর্ণ চরে ৫৭৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে তরমুজ। ভালো ফলন হওয়ায় লাভের আশায় ছিল চাষিরা। গত কয়েকদিনের চৈত্রের বৃষ্টির কারণে সে আশা গুড়েবালিতে পরিণত হয় অনেক চাষির। বৃষ্টির পানিতে পচে যায় গাছ ও তরমুজ। 

এতে প্রায় ৮০ হেক্টর জমির ১০ কোটি টাকার তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়ে অনেক চাষির কপালে এখন চিন্তার ভাঁজ। 

জানা যায়, সোনাগাজী সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের জাফর উদ্দিন গ্রামের আরও দুজনকে নিয়ে ১৫ একর জমিতে আবাদ করেন তরমুজের। বিনিয়োগ করেন ১৯ লক্ষাধিক টাকা। সবকিছু ঠিক থাকলে আশা করেছিলেন ৪০ লক্ষাধিক টাকা আয় করবেন।

হঠাৎ বৃষ্টিতে সেই স্বপ্ন ভঙ্গ হয়। পচে যাচ্ছে ফলন আসা গাছ ও তরমুজ। বড় লোকসানে দিশেহারা তারা। হঠাৎ বৃষ্টিতে ক্ষতির এমন চিত্র শুধু এ এলাকায় নয়, উপজেলার চর কৃষ্ণজয়, আদর্শ ও চরচান্দিয়াসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয় অনেক প্রান্তিক চাষি।  

স্থানীয় কৃষিবিভাগ বলছে, মাঠ পরিদর্শন শেষে সম্ভাব্য ক্ষতির মুখ থেকে বাঁচতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।  

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, পানি থেকে ড্রেন ব্যবস্থা, ছত্রাকনাশক ছিটানোসহ প্রয়োজনীয় পরামর্শ কৃষকদের দেয়া হয়েছে। চলতি মৌসুমে ৫৭৫ হেক্টর জমিতে আবাদ হয়েছিল তরমুজের। কৃষকরা জানান, চৈত্রের কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ৮০ হেক্টর জমির তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে ১০ কোটি টাকা। 

টিএইচ