ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় নিহতদের স্মরণে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। গত বুধবার স্বাধীনতা দিবসের দিন শহরের হাসপাতাল সংলগ্ন চৌরাস্তা মোড়ে দৃষ্টিনন্দন এ চত্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
নবনির্মিত এ শহীদ চত্বরে ফেনীর রাজপথে জুলাই আন্দোলনে নিহত ১০ জনের স্মৃতিফলক স্থাপন করে ফেনী পৌরসভা। শহীদ চত্বরে ‘জেনারেশন জি’ ইংরেজি বর্ণের মাঝে বাংলাদেশের সবুজ মানচিত্র শোভা পাচ্ছে। চত্বরটি নির্মাণে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে করেছে করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মোহাম্মদ বাতেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, উপপ্রকৌশলী বিপ্লব কুমার নাথ শহীদ শ্রাবণের পিতা নেছার উদ্দিন এবং শহীদদের পরিবারের সদস্যরা, আহত ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, গণহত্যায় নিহতদের স্মরণে পৌরসভার উদ্যোগে জুলাই চত্বর নির্মাণ করা হয়েছে। এটিতে চব্বিশের ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১০ জনের পরিচিতি সম্বলিত নামফলক স্থাপন করা হয়।
টিএইচ