বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে টমটম চালককে গলাকেটে হত্যাচেষ্টা

ফেনী প্রতিনিধি

ফেনীতে টমটম চালককে গলাকেটে হত্যাচেষ্টা

ফেনীতে ওমর চন্দ্র কুরি (৫৫) নামের এক টমটম চালককে গলাকেটে হত্যাচেষ্টা করা হয়েছে। গত মঙ্গলবার জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটে এঘটনা ঘটে। 

জানাযায়, উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের চর্মকার বাড়ির মৃত যতীন্দ্র চন্দ্র কুরির ছেলে ওমর চন্দ্র কুরি প্রতিদিনের মতো ঘটনার দিনও টমটম নিয়ে স্থানীয় কুঠিরহাট বাজারে যায়।

এ সময় অজ্ঞাত ২ ব্যক্তি তার টমটমটি কুঠিরহাট থেকে ভাড়া করে সোনাগাজীর ফেনী সীমান্তের চর গোপালগাঁও গ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে উঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ওমর চন্দ্র কুরিকে টমটম থেকে টেনে নদীর কূলে বেড়িবাঁধে নিয়ে বেধম মারধর করে তার বাম হাত ভেঙে, গলাকেটে হত্যাচেষ্টা করে।

তার শোর চিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন বেরিয়ে এলে দূবৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওমর চন্দ্র কুরির স্ত্রী সন্ধ্যা রানী কুরি জানান, একই বাড়ির বাবুল চন্দ্র করির ছেলে রনি চন্দ্র কুরি, জনি চন্দ্র কুরির সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারা হয়তো এ ঘটনা ঘটাতে পারে।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা ও ফেনী মডেল থানা পুলিশ এবং স্থানীয় চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চেয়ারম্যান এম এ হোসেন বলেন, কে বা কারা এ হত্যাচেষ্টা করেছে তা উদঘাটন করবে পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালিদ হোসেন দাইয়ান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ