বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

ফেনী প্রতিনিধি

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি

আতঙ্কিত না হয়ে সচেতন হোন ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এ প্রতিপাদ্য নিয়ে ফেনীতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩১ জুলাই) ফেনী পৌরসভার উদ্যোগে আয়োজিত র্যালির উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ফেনী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ। 

ফেনী পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা প্রমুখ। 

র্যালিটি ফেনী পৌর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক পরিবার ও কর্মরত এনজিওসমূহের সার্বিক সহযোগিতায় র্যালিতে স্থানীয় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ফেনীর সাধারণ মানুষ অংশ নেন।

টিএইচ