রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ফেনীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ফেনী প্রতিনিধি

ফেনীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ফেনীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে ফেনী পৌরসভা। এতে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

পৌর প্রশাসক ও স্থনীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে কর্মশালা বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় এবং বাসস প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি  সিদ্দিক আল মামুন ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরিবর্তন ও সংস্কারের যে বিষয়ে কথা বলা হচ্ছে এক্ষেত্রে সর্বপ্রথম যার যার অবস্থান থেকে নিজেকে আগে আত্মশুদ্ধি করতে হবে। আমাদের তারুণ্যের স্পিরিটকে ধরে রাখার জন্য একতার প্রয়োজন। 

কর্মশালায় পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে মোট ১০টি দলে ভাগ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষকরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

টিএইচ