শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

ফেনীতে তিন এস্কেভেটর ও দুই ট্রাক জব্দ

ফেনী প্রতিনিধি

ফেনীতে তিন এস্কেভেটর ও দুই ট্রাক জব্দ

ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ফেনীতে গভীর রাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফসলি জমির মাটিকাটা রোধে অভিযানে কাজীরবাগের সোনাপুর হাইস্কুলের পাশে ফাজিলপুর ৪ নম্বর ও ১ নম্বর ওয়ার্ডের দুই জায়গায় ও ধলিয়ার বালুয়া চৌমুহনী থেকে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ৩টি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি/বালু পরিবহন ও চলাচলের রাস্তা নষ্ট করায় ২টি ট্রাক জব্দ করা হয়। বেশ কয়েকটি গাড়িকে ধাওয়া করেও ধরা সম্ভব হয়নি। অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, এস্কেভেটরগুলো আনার সুযোগ না থাকায় সবগুলো সাময়িকভাবে অকেজো করে দেয়া হয়। ট্রাক দুটি হেফাজতে রাখা হয়েছে। ট্রাকগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

টিএইচ