ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্কুল আঙ্গিনায় এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল মো. আবদুল হালিমের পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
এ সময় স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, মাঈন উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইফনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসব স্টলে রয়েছে প্রায় দেড়শ ধরনের পিঠা।
উৎসবে ছিলো স্কুলের শিক্ষার্থী ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে একটি মেলবন্ধনের সৃষ্টি হয়ে থাকে।
টিএইচ