শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ফেনীতে পিঠা উৎসবে মিলন মেলা

ফেনী প্রতিনিধি

ফেনীতে পিঠা উৎসবে মিলন মেলা

ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্কুল আঙ্গিনায় এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল মো. আবদুল হালিমের পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

এ সময় স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন, মাঈন উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইফনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসব স্টলে রয়েছে প্রায় দেড়শ ধরনের পিঠা।

উৎসবে ছিলো স্কুলের শিক্ষার্থী ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে একটি মেলবন্ধনের সৃষ্টি হয়ে থাকে।

টিএইচ