শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফেনীতে প্রাইভেটকারসহ দুই কারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীতে প্রাইভেটকারসহ দুই কারবারি গ্রেপ্তার

ফেনীতে ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার চালানোর সময় প্রাইভেটকারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৩০ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে তাদের গ্রেপ্তার করা হয়। 

এরা হলেন-চট্টগ্রামের পটিয়া উপজেলার বেল্লাপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলম ও একই এলাকার মো. হাফেজ আহমেদের ছেলে মো. নেজাম উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসময় প্রাইভেটকারটির পিছনের ব্যাকডালার ভিতর লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০ কেজি গাঁজা এবং ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। 

র্যাবের দাবি, পরবর্তীতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা ও ফেন্সিডিল) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও  সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। 

ফেনীস্থ র্যাব-০৭ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম, জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তার আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ