বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে বছরে বিনামূল্যে ২৩৪ মামলা নিষ্পত্তি

ফেনী প্রতিনিধি

ফেনীতে বছরে বিনামূল্যে ২৩৪ মামলা নিষ্পত্তি

ফেনীতে ২০২৩ সালে লিগ্যাল এইড অফিসের এডিআর (প্রি-কেইস) কার্যক্রমের আওতায় ২৩৪টি মামলার নিষ্পত্তি হয়েছে। ১৪টি মামলা চলমান রয়েছে। অর্থ আদায় হয়েছে ৫৫ লাখ ৭৪ হাজার টাকা। আইনি পরামর্শ নিয়েছেন ৩১৯ জন। এর মধ্যে ২১১ জন নারী ও ১০৮ জন পুরুষ। পোস্ট-কেইস কার্যক্রমের আওতায় ৭টি মামলার নিষ্পত্তি হয়। 

২০২২ সালে প্রি-কেইসের আওতায় ১৯১টি ও পোস্ট-কেইসএর এর আওতায় ১২টি মামলা নিষ্পত্তি হয়। রোববার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় ফেনী জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ এসব তথ্য জানা যায় । 

স্থানীয় লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান,  সিনিয়র জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, সেরা লিগ্যাল এইড প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, জেলার চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রট মোহাম্মদ আতাউল হক, পুলিশ সুপার মো. জাকির হাসান, সিভিল সার্জন ডা মো. শিহাব উদ্দিন, ফেনী পৌর মেয়র  নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অসহায়, দরিদ্র, অসচ্ছল মানুষ যাতে বিনামূল্যে সরকারিভাবে আইনি সহায়তা পরামর্শ নেন, সে জন্য সচেতনতা সৃষ্টিতে প্রতিবছরের ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়।

এছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনামূল্যে দেয়া কার্যক্রমগুলোর মধ্যে আইনি পরামর্শ, আদালতে মামলা পরিচালনা, শ্রমিক সহায়তা, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি ও তথ্যসেবা রয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ভাস্কর এলাকার বাসিন্দা আকাশ কুমার দাস কৃষ্ণ। 

একমাত্র আপন মামার কাছ থেকে ৬ শতাংশ জায়গা কেনেন তিনি। ওই জায়গা নিয়ে বিরোধের জের ধরে মামাতো ভাই শিপন গত বছরের ৩ নভেম্বর জেলা লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তার আবেদন করেন। এরপর পারিবারিক এই মামলায় ২০ ডিসেম্বর নিষ্পত্তি হয়।

আকাশ কুমার দাস কৃষ্ণ জানান, সার্ভেয়ার দিয়ে কয়েকবার মাপা হয়েছে। সিএস খতিয়ান, কবলার মূল কপি, খাজনা রশিদ দেখানো হয়েছে। লিগ্যাল এইড অফিস আইনজীবী নিয়োগ করে মামলাটি নিষ্পত্তি করেছে।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ সুস্মিতা আহমেদ জানান, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের হতদরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠী বর্তমানে সরকারি খরচে আইনগত সহায়তা পাচ্ছে, যা বিচারব্যবস্থায় বড় অর্জন। এতে আদালতসমূহে মামলাজট হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

টিএইচ