সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে বন্যা পরবর্তী ভাঙনে বিলীন হচ্ছে জনপদ

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যা পরবর্তী ভাঙনে বিলীন হচ্ছে জনপদ

ভারতীয় পানির চাপে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে জনপদ! 

স্থানীয়দের মধ্যে বিরাজ করছে নানা উদ্বেগ উৎকণ্ঠা। শনিবার (৭ সেপ্টেম্বর) জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় গিয়ে দেখা যায় ওই গ্রামের প্রধান সড়কটি নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে।

এছাড়া প্রতিনিয়ত ভাঙছে পরশুরাম উপজেলার বল্লামুখার বাঁধের পাশে মূহুরী নদীর বেড়িবাঁধটিও। এতে বেড়িবাঁধ সংলগ্ন নিজ কালিকাপুর গ্রামের মানুষের জীবন ও  ঘরবাড়ি বিপন্ন হওয়ার পথে।

ফেনীর সচেতন মহলের দাবি, এব্যাপারে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে জেলার বন্যাকবলিত এ জনপদগুলো রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা তাদের। 

টিএইচ