বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে বন্যাতদের মধ্যে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যাতদের মধ্যে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীর বন্যাদূর্গত মানুষের জন্য খাদ্য ও উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতারা। রোববার (৮ সেপ্টেম্বর) জেলার পরশুরাম উপজেলার জিরো পয়েন্টে এর আগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এতে আরও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, অ্যাড. এএসএম কামাল উদ্দিন, ফেনী জেলা আমীর একেএম সামছুদ্দিন, সেক্রেটারি মুফতি আবদুল হান্নান প্রমুখ।

দলটির পক্ষ থেকে স্থানীয় উপজেলা আমীর মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে ও জেলা শহর আমীর মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভা শেষে বন্যাদূর্গতদের মধ্যে খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

টিএইচ