বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যার্তদের মধ্যে গত শুক্রবার ত্রাণ বিতরণ করেছেন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম। 

এর মধ্যে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম মালিপাথর বায়তুল আমান জামে মসজিদের সামনে ৪০ পরিবারের মধ্যে শুকনো খাবার ও ৯০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। একইদিন ফুলগাজী উপজেলা আ.লীগ কার্যালয়, দৌলতপুর, শ্রীপুর, নিলক্ষ্মী, গাবতলা এলাকায় ১ হাজার ২শ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন এ জনপ্রতিনিধি।

এসময় এলাকার সর্বস্তরের নারী-পুরুষ তাকে কাছে পেয়ে ত্রাণ নয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধানে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সহসা পানি নেমে যাওয়ার পর পুনরায় বাঁধ মেরামত এমনকি আগামী দুই-তিন মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদন হলে বাঁধের স্থায়ী নির্মাণের আশ্বাস দেন তিনি। 

এছাড়া একইসময় বীজতলাসহ কৃষিজমি নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় বীজ-সারসহ প্রয়োজনীয় উপকরণ কৃষকদের প্রদান করতে নির্দেশনা ও জেলার এ দুই উপজেলায় কৃষি উপকরণের বরাদ্দ বাড়াতে বিএডিসির চেয়ারম্যানকে মোবাইল ফোনে অবহিত করেন এ জনপ্রতিনিধি।

এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার, ইউএনও তানিয়া ভূঁইয়া, পরশুরাম উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ মজুমদার, ইউএনও আফরোজা হাবিব শাপলা, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শফিকুল হোসেন মহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা।

শনিবার (৬ জুলাই) এ ব্যাপারে ফুলগাজী ইউএনও তানিয়া ভূঁইয়া জানান, ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮শ পরিবারকে চাল ও ১ হাজার ৫শ পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে। পরশুরাম ইউএনও আফরোজা হাবিব শাপলা জানান,  উপজেলায় সাড়ে ৭শ পরিবারে শুকনো খাবার ও ৩৫ টন চাল বিতরণ করা হয়েছে।

টিএইচ