সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নৌবাহিনীর বাড়ি উপহার

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নৌবাহিনীর বাড়ি উপহার

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় নবনির্মিত ৮৫টি বাড়ি হস্তান্তর করা হয়েছে।

গত শনিবার শহরের খায়রুল আলম জিমনেসিয়ামে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী নবনির্মিত এসব বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিক্তির পুলিশ সুপার মো. সাইদুর রহমানসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে গত বছরের ২১ আগস্ট দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

বন্যা-পরবর্তী সময়ে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনায় ফেনী সদর ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাড়ি নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরাও উক্ত কার্যক্রমে সম্পৃক্ত হয়।

বন্যায় বাড়ি-ঘর হারিয়ে আশ্রয়হীন ও অসহায় মানুষদের নিরাপদ আবাসন ব্যবস্থা করে দিতে গত ৯ অক্টোবর ২০২৪ এ প্রকল্পের কাজ শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অতিদ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।

টিএইচ