বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফেনীতে বসতঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে বসতঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

ফেনীতে বসতঘরে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত জাকিয়া খাতুন (৭৫) ওই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত. আবদুল হকের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগ্নিকাণ্ডে বয়োবৃদ্ধ এক নারীর মৃত্যু ও বসতঘরটি সকল আসবাবপত্র পুড়ে গেছে।

টিএইচ