সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফেনীতে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি ফেনীস্থ-৪ বিজিবির উদ্যোগে দুস্থ ও অসহায় একশ মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার জেলার  দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া হাইস্কুল মাঠে এসব বিতরণ করেন বিজিবি ফেনীর উপ অধিনায়ক বিজিবির মেজর মো. নাজমুস সাকিব খান।

বিজিবি সূত্র জানায়, মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে বিজিবি। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। 

এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি-৪ অধীনস্থ ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ দরিদ্রদের মধ্যে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।

টিএইচ